ঢাকা: ২০০৭ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংঘঠিত ছাত্র আন্দোলনকে ‘আগস্ট ছাত্র অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শনিবার (২২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, ‘২০০৭ সালের ২০-২২ আগস্টের আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়। সেসময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছিল এবং একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিয়েছিল। সেসময় এ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র সমাজ ফুঁসে ওঠে। ’
তিনি বলেন, ‘যে অন্যায় শাসনের বিরুদ্ধে ছাত্ররা সেদিন লড়েছিল, সেই দুঃশাসন থেকে আমাদের আজও মুক্তি ঘটেনি। বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারাও একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছে। রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতন-গুম-খুন-ক্রসফায়ার নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে চলছে পুলিশি হামলা-নির্যাতন। শাসন ক্ষমতা ধরে রাখতে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ তৈরি করা হয়েছে। কাজল, দিদারুল, কিশোরসহ অনেককেই এ আইনে গ্রেফতার করা হয়েছে। চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা ফ্যাসিস্ট কায়দায় দমন করা হচ্ছে। এ অবস্থায় আমাদের সামনে গণতান্ত্রিক ব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই। ’
আলোচনা সভা থেকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন হরণ বন্ধ, অবিলম্বে ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ বাতিল এবং মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
আরকেআর/এফএম