ঢাকা: করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকারের পক্ষ থেকে যেন নতুন কর্মসূচি গ্রহণ করা হয় তার জন্য পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে ‘কোভিড-১৯ রিকভারি: ইয়ুথ ডেভেলপমেন্ট’ শীর্ষক ইয়াং বাংলা আয়োজিত সিরিজ ‘লেটস টক’ এর দ্বিতীয় পর্বে কোভিড-১৯ মোকাবিলায় তরুণদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনাকালে এ আশ্বাস দেন তারা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এই আলোচনায় কথা বলেন সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারী, জাগো ফাউন্ডেশনের করভী রাখসান্দ, ইয়াং বাংলার ইশরাত ফারজানা তন্বী, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী কামরুন নেসা মিরা এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের রাফি হক অন্তর।
তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা ও স্বীকৃতি প্রদান, সামাজিক উদ্ভাবনী প্রতিযোগিতার জন্য জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দসহ করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় স্যোশাল সেইফটি নেট ম্যানেজমেন্ট, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা, কমিউনিটি বেইজড স্বাস্থ্য প্রোগ্রাম, ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামগুলোতে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার সুপারিশ করেন তরুণদের প্রতিনিধি ইশরাত ফারজানা তন্বী।
লেটস টকে তরুণদের বিভিন্ন সুপারিশের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, যেসব যুবক কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্য আলাদা ফান্ড যেন বরাদ্দ হয় সে ব্যাপারে আমি কথা বলব। তাদের ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে আমাদের স্বল্প সুদে বা বিনা সুদে দীর্ঘমেয়াদে ঋণ দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ তরুণ। তাদের জন্য আমাদের নতুন করে কর্মসূচি প্রণয়ন করতে হবে। যুব শক্তিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এদের সহযোগিতা করা ছাড়া বিকল্প পথ নেই।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, এই সঙ্কটের সময়ে যুবকদের উদ্যমী করতে, তাদের ঐক্যবদ্ধ রাখতে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনীয় খাতে ফাইনান্সিয়াল সাপোর্টও করতে হবে। প্রস্তাবগুলোর সঙ্গে আমি একমত।
শুক্রবার শুরু হওয়া তিন দিনের এই লেটস টক সিরিজে মোট সাতটি পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বেই মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আয়োজনের তৃতীয় দিন সমাপনী পর্বে বক্তব্য দেবেন ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত সায়মা ওয়াজেদ হোসেন।
দেশের নীতি নির্ধারকদের সঙ্গে তরুণদের সেতুবন্ধন তৈরিতে ২০১৪ সাল থেকে লেটস টক শিরোনামে কাজ করছে ইয়াং বাংলা প্লাটফর্ম।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এমইউএম/এসকে/এইচএডি