ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বাম জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা জুলহাসনাইন বাবু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ।
বাম গণতান্ত্রিক জোটের সভা থেকে চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
আরকেআর/এমজেএফ