ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মান্না-তৈমুর ও শ্রমিকদের ওপর হামলায় রবের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
মান্না-তৈমুর ও শ্রমিকদের ওপর হামলায় রবের নিন্দা আ স ম আব্দুর রব

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং খুলনায় পাটকল শ্রমিকদের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে নিন্দা জানান তিনি।

রব বলেন, সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে। আন্দোলন সংগ্রামের ন্যায়সঙ্গত অধিকারকে স্তব্ধ করার খেসারত সরকারকেই দিতে হবে।

তিনি বলেন, ভিন্নমত-পথকে নিধন করা, উচ্ছেদ করা ও কর্তন করার পরিণতি ভয়াবহ হতে বাধ্য। বেআইনিভাবে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে হত্যা নির্যাতন সংঘঠিত করে, জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে দীর্ঘদিন ক্ষমতার মসনদ ধরে রাখা যায় না। বিদ্যমান সরকারকে অবশ্যই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।