সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইতোপূর্বে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে ৩৮টি পেলেও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনটি আমরা পাইনি। এ আসনটির ফলাফল আমরা জানি।
আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী সমাবেশে হামলা, প্রচারণায় বাধাসহ বিভিন্ন অভিযোগ এনে তিনি বলেন, ‘ধানের শীষের প্রার্থীকে স্বাভাবিকভাবে প্রচারণা গণসংযোগ করতে দেওয়া হচ্ছে না। নির্ধারিত নির্বাচনী সভায় হামলা চালিয়ে ভন্ডুল করে দেওয়া হচ্ছে। এটা নির্বাচন নাকি প্রহসন। ’
শুক্রবার (০৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান তালুকদারের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, শুধু কাজিপুর নয়, নওগাঁ ও পাবনার উপ-নির্বাচনেও প্রচরাণায় বাধা, হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। বিএনপিকে সুষ্ঠুভাবে কোথাও নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচনকে ভয় পায়।
ইভিএম প্রসঙ্গে দুলু বলেন, যে দেশে ইভিএম চালু হয়েছে, সেই জার্মানীতেই তা বাতিল করা হয়েছে। তবে এখানে কেন ইভিএম। ইভিএমে প্রিজাইডিং অফিসার ইচ্ছে করলে একাই ৫শ ভোট দিতে পারবেন।
সাংবাদিক সম্মেলনে বিএনপি প্রার্থী সেলিম রেজা অভিযোগ করে বলেন, আমাকে তিনদিন ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। লুকিয়ে গোপনে বাড়ি থেকে বেরিয়ে অন্য এলাকায় এসে নির্বাচনী প্রচারণা চালানোর চেষ্টা করছি। সেখানেও বাধা দেওয়া হচ্ছে। এসব বিষয় নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ দেওয়া হলেও সুষ্ঠু কোনো সমাধান বা বিচার পাইনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, কাজিপুর উপজেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ আইয়ুব প্রমূখ।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
আরএ