ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বৈরাচার সরকারকে উৎখাত করতে নূর হোসেন আমাদের বাতিঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
স্বৈরাচার সরকারকে উৎখাত করতে নূর হোসেন আমাদের বাতিঘর কথা বলছেন নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্না। ছবি: বাংলানিউজ

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকার দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এ সরকার আমাদের সরকার নয়।

কারণ, এ সরকার আমাদের ভোটে নির্বাচিত হয়নি। এ স্বৈরাচার সরকারকে উৎখাত করতে নূর হোসেন আমাদের বাতিঘর।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নাগরিক ঐক্য আয়োজিত গণতন্ত্র পদযাত্রার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে নূর হোসেন শহীদ হয়েছিলেন। আমাদের জন্য দুঃখের ৩৩ বছর পরেও এক স্বৈরাচার এ দেশের ক্ষমতায় বসে আছে। ওই স্বৈরাচারের সময় গুম, খুন হয়নি। ওই স্বৈরাচারের সময় মিছিলের ওপর ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছিলো। এই স্বৈরাচারের সময় কথা বলতে দেওয়া হয় না।

ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, এ সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়তে না পারলে প্রতিবাদ করতে হবে, সেটিও না পারলে সমালোচনা করতে হবে। কোনোটিই যদি পারা না যায়, তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। এ সরকারকে না বলতে হবে। না মানে না, এটা কোনোভাবেই হ্যাঁ হবে না।

তিনি বলেন, আমেরিকার জনগণ তাদের নির্বাচনে গণতন্ত্রের শক্তি দেখিয়েছে। আর এ সরকার স্বৈরতন্ত্র দেখাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।