ঢাকা: গণফোরামের মূল অংশ তাদের ডাকা জাতীয় কাউন্সিল স্থগিত করেছে। বুধবার (১১ নভেম্বর) দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন অংশের নেতারা বলছেন তারা ড. কামাল হোসেনের বিবৃতির অপেক্ষায় আছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে গণফোরামের ঐক্যবদ্ধ কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিল স্থগিত করা হলো।
এ সম্পর্কে গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ বলেন, আমরা দুই পক্ষ আলাপ-আলোচনা চালাচ্ছি। মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন অংশও ঘোষিত কাউন্সিল স্থগিত করবে।
মোস্তফা মহসীন মন্টু বাংলানিউজকে বলেন, আলোচনা চলছে। যদি সমঝোতা হয় তাহলে আমাদের কাউন্সিলও স্থগিত করা হবে।
রেজা কিবরিয়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে, সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলানিউজকে বলেন, রেজা কিবরিয়া কী সিদ্ধান্ত দিয়েছে সেটার সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা ড. কামাল হোসেনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
তিনি বলেন, যেটা সমঝোতা হয়েছে তা হলো ড. কামাল হোসেন তিন লাইনের একটা বিবৃতি দেবেন যে, গণফোরামের একটা কাউন্সিল হবে। আর বহিষ্কার পাল্টা বহিষ্কার যা হয়েছে সেগুলো অবৈধ বলে গণ্য হবে। তার বিবৃতির পরেই আমরা সিদ্ধান্ত জানাব।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এমএইচ/এমজেএফ