ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বাংলাদেশের মানচিত্রের একটি অংশ যুবলীগ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
‘বাংলাদেশের মানচিত্রের একটি অংশ যুবলীগ’

নোয়াখালী: আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেছেন, আজকের এই যুব সমাবেশ হলো আগামী দিনের উজ্জ্বল প্রতিচ্ছবি। বাংলাদেশের লাল সবুজ মানচিত্রের একটি অংশ হলো যুবলীগ।

 

বুধবার (১১ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত যুব সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এ কথা বলেন।  

এমপি একরাম যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি আওয়ামী লীগের, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুবলীগ ছাত্রলীগের কর্মীদের সহযোগিতায় কাজ করে যাবো।

একরামুল করিম চৌধুরী বলেন, দীর্ঘ ১২ বছর আমি নোয়াখালীর উন্নয়ন ও জনমানুষের সেবা কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতায় চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নোয়াখালীতে একটি ইকনোমিক জোন ঘোষণা করা হয়েছে, আরো একটি প্রস্তাবনায় আছে, বিমানবন্দরের বিষয়েও নোয়াখালীর মানুষ সুখবর পাবে।

জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে জেলার সব উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রায় অর্ধলাখ যুবকের সমাবেশ ঘটে।  

এরআগে, দুপুর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়।

কেক কেটে, মিছিল সমাবেশ ও নেতাকর্মীদের শোডাউনের মধ্য দিয়ে নানা আয়োজনে নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।  

সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, আমিনুল হক মুন্না ও মাসুদুর রহমান শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আতাউর রহমান মানিক ভূঁইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, প্রস্তাবিত কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাহার ইসরাক সাবাব চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।