ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি

ঢাকা: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কার করা হয়েছে পৌর বিএনপির সদস্য ও উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র এম বেলাল হোসেনকে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌর বিএনপির সদস্য বেলাল হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগ একক প্রার্থী দিলেও বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপি।

বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা শরাফত আলীর ছেলে। তার পাশাপাশি বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন পৌর বিএনপির সদস্য ও উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র এম বেলাল হোসেন। সাংগঠনিকভাবে বিদ্রোহী প্রার্থী বেলালকে নির্বাচন থেকে বিরত রাখতে ব্যর্থ হয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।