ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনার টিকা নিয়ে সরকারের বেহাল দশা: এলডিপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
করোনার টিকা নিয়ে সরকারের বেহাল দশা: এলডিপি

ঢাকা: ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘করোনার টিকা নিয়ে সরকারের মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও বেক্সিমকোর বিপরীতমুখী বক্তব্যই প্রমাণ করেছে বর্তমান সরকারের বেহাল দশা চলছে। রাতের অন্ধকারে ভোট ডাকাতির সরকার ক্ষমতায় থাকায় জণগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, ‘করোনা বেড়েই চলছে। হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, মানুষ কাতরাচ্ছে। এখন পৃথিবীতে যে টিকা আবিষ্কার হয়েছে সেটা নিয়ে কতকিছু ঘটে যাচ্ছে। আর সরকার এ টিকা নিয়ে করছে তালবাহানা। যা অত্যন্ত দুঃখজনক। ’

নেতারা বলেন, ‘বিশ্বের অনেকগুলা দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি বরং ভ্যাকসিন পাওয়া নিয়ে শঙ্কিত দেশবাসী। ’

এ রকম একটা আজব স্বাস্থ্যমন্ত্রী থাকতে ভ্যাকসিন আসবে কিনা সন্দেহ পোষণ করে তারা বলেন, ‘সরকার বলেছে, জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলেছেন, আমরা সরকারের সঙ্গে (জিটুজি) চুক্তি করেছি। তার দলের আরেকজন সংসদ সদস্য বলেছেন, সরকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সঙ্গে চুক্তি করেছি। ’

নেতারা বলেন, ‘ভারত দুই ডলারে ভ্যাকসিন কিনবে। আর বাংলাদেশ কিনবে পাঁচ ডলারে। এতেই বোঝা যায় সরকার ভ্যাকসিন নিয়েও একটি শ্রেণিকে লুটপাটের সুযোগ করে দিতে চাচ্ছে। এ নীতিহীন জনবিরোধী সরকার পতনের লক্ষ্যে এক দফা আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।