ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টিকা আবিষ্কারের পরও আমরা উদ্বেগজনক অবস্থায় আছি: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
টিকা আবিষ্কারের পরও আমরা উদ্বেগজনক অবস্থায় আছি: জিএম কাদের মতবিনিময় সভা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, টিকা আবিষ্কার হওয়ার পরও আমরা উদ্বেগজনক অবস্থায় আছি। সাধারণ জনগণ করোনার টিকা কীভাবে পাবে আমরা সরকারের কাছে সেটা জানতে চাই।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুর ১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২ থেকে ৩ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। এটা ভালো খবর। কিন্তু এটা কখন দেবে, কীভাবে দেবে জানি না। টিকা আবিষ্কার হওয়ার পরও আমরা উদ্বেগজনক অবস্থায় আছি। আমরা জানতে চাই জনগণ কবে, কীভাবে টিকা পাবে।  

‘স্বাস্থ্য ব্যবস্থা আমাদের মোটেও ভালো না। আমরা সত্যিকার চিকিৎসা পাবো কি-না জানি না। দেশে করোনা মহামারি চলছে, তারপরও আমরা ভাগ্যবান আমরা এমন সহনশীল পরিবেশে মানুষ হয়েছি। যেখানে এমন বিপর্যয়েও আমরা ভালো আছি। ’ 
মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বলেন, উন্নয়নের সুশাসন প্রয়োজন কিন্তু দেশে সুশাসনের অভাব রয়েছে। দেশে আজ সাংবাদিকরাও স্বাধীনভাবে কথা বলতে পারে না।

সভাপতির বক্তব্যে মো. সাহিদুর রহমান টেপা বলেন, আগামী দিনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহায়তায় জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যাবো।

সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, আমরা আমাদের কথা বলবো না। আপনারাই ভালো জানেন কোন দলের কি অবস্থা।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নাজনিন সুলতানা, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাংবাদিকদের মধ্যে শেখ মামুনুর রশীদ, শামসুদ্দিন আহমেদ ও আশরাফ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।