ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী ১০১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী ১০১

ঢাকা : জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল সোয়া ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।

তার সঙ্গে ১০১ সদস্যের মতো সফরসঙ্গী রয়েছেন বলে জানা গেছে। ২৯ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামের রাজধানী ব্রাসেল্স যাবেন। সেখানে যাত্রা বিরতির পর তিনি নিউইয়র্ক যাবেন। জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল ভাষণ ২৭ সেপ্টেম্বর। এছাড়া অধিবেশন চলার সময় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) নিয়ে বিভিন্ন সেমিনারে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. সামাদ, সাংবাদিক ইত্তেফাকের বার্তা সম্পাদক মোহাম্মদ খালিদ, জনকণ্ঠের চিফ রিপোর্টার ওবায়দুল কবির, যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার সোহেল হায়দার চৌধুরী, যুগান্তরের সিনিয়র ফটোসাংবাদিক এসএম গোর্কী, রেডিও টুডের সিনিয়র রিপোর্টার শরিফ মুজিব, টঙ্গী পৌরসভার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দিরা, সহ-সম্পাদক আকতার হোসেন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, শাহে আলম মুরাদ, মোহাম্মদ শাজাহান প্রমুখ।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ, উপ-তথ্যসচিব মাহাবুবুল হক সাকিল প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

এদিকে ১০১ সদস্যের সফর সঙ্গীদের কারো কারো ভিসা এখনও চুড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে এদের অধিকাংশই নিজ উদ্যোগে যাচ্ছেন বলে প্রাধানমন্ত্রী তথ্যসচিব আবুল কালাম আজাদ জানান।

আবুল কালাম আজাদ আরো জানান, প্রধানমন্ত্রী ব্রাসেল্স যাওয়ার সময় সফর সঙ্গীদের ২০/২৫ জন তার সঙ্গে থাকবেন।
 
বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।