ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নতুন তরিকায় আন্দোলনে নামবে বিএনপি: সাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০
নতুন তরিকায় আন্দোলনে নামবে বিএনপি: সাকা

ঢাকা: ঈদের পর নতুন তরিকায় আন্দোলনে নামবে বিএনপি। এ আন্দোলন শুধু রাজপথেই থেমে থাকবে না, চায়ের দোকান থেকে সংসদ পর্যন্ত গড়াবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।


 
বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

বিএনপির সরকারবিরোধী আন্দোলনে নামা প্রসঙ্গে সাকা চৌধুরী বলেন, ‘নেত্রী আগেই বলেছেন ঈদের পরে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। তবে এবারের আন্দোলন হবে নতুন তরিকায়। চায়ের দোকান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত বিস্তৃত হবে এই আন্দোলন। ’

তিনি  আরও বলেন, ‘আন্দোলন বলতে কেবল নাইটিঙ্গেল আর কাকরাইল মোড়ে জ্বালাও পোড়াও নয়। ওয়ান ইলেভেনের খুতবা শুনে শুনে আমরাও আন্দোলনের নতুন পন্থা নির্ধারণ করেছি। ’

বিএনপির সংসদে যোগ দেওয়া প্রসঙ্গে চৌধুরী বলেন, ‘বিএনপি সংসদ বর্জন করেছে এ ধরনের কোনো সিদ্ধান্ত সংসদীয় দলের মিটিংয়ে নেওয়া হয়নি। ’

তাছাড়া সংসদ বর্জনের মতো কোনো ঘটনাও ঘটেনি বলে মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘সংসদ বাদ দিয়ে আন্দোলন হয় না। জনগণের দাবি আদায়ে ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে বিএনপি অবশ্যই সংসদে যাবে। ’

সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন  রাখতে সংসদে গিয়ে বিএনপির বক্তব্য তুলে ধরা উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে এমন কিছু স্পর্শকাতর ইস্যু তেরি হয়েছে যে সংসদে গিয়ে এ বিষয়ে বক্তব্য তুলে ধরা বিএনপির জন্য অনিবার্য হয়ে পড়েছে। ’

শর্ত মেনে না নিলে সংসদে যাবে না বলে বিএনপি-এ ব্যাপারে সাকা চৌধুরী বলেন, ‘এ শর্ত আরোপের মধ্যে আমি ছিলাম না। ’

তাহলে কি বিএনপির এত দিন সংসদের বাইরে থাকার সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিতে কিছু সিগন্যালের ব্যাপার আছে । সংসদের বাইরে থাকার বিষয়টি ছিল সরকারের জন্য একটি সিগন্যাল। আমরা চেয়েছিলাম ভদ্র পন্থায় সরকারকে বোঝাতে। ’

পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের ব্যাপারে বিচারকদের সমালোচনা করে সাকা চৌধুরী বলেন, ‘হাইকোর্ট রায় দিয়েছে মার্শাল ল অবৈধ। তাহলে তো মাশাল ল’র সময় যারা বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন তারাও অবৈধ। ’

তিনি বিচারকদের আরও পড়াশোনা করে রায় লেখার আহ্বান জনান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।