ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

রাজনীতি

আমান উল্লাহ আমান করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
আমান উল্লাহ আমান করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।  

শুক্রবার (১৬ এপ্রিল) করোনার নমুনা পরীক্ষার পর শনিবার (১৭ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে।



ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুস সোবহান স্বপন বাংলানিউজকে জানান, আমান উল্লাহ আমান সুস্থ আছেন। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তারপরও তিনি শুক্রবার করোনা পরীক্ষা করার জন্য নমুনা দেন। শনিবার (১৭ এপ্রিল) জানা যায় তার করোনা পজিটিভ। শনিবার দুপুর একটার দিকে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি বলেন, পরিবারের অন্য সবার রিপোর্ট নেগেটিভ। সবাই ভালো আছেন। পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আমান উল্লাহ আমানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।