ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাদের মির্জার অনুসারী জামাল উদ্দিন গুলিবিদ্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
কাদের মির্জার অনুসারী জামাল উদ্দিন গুলিবিদ্ধ 

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার অনুসারী জামাল উদ্দিন (৫২) গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ অভিযোগ করেন মেয়র আবদুল কাদের মির্জা।

 

গুলিবিদ্ধ জামাল উদ্দিন (৫২) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত মাসুদুর রহমানের ছেলে।

কাদের মির্জা বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমার পক্ষে মিছিল করতে গেলে সেখানে সাবেক কাউন্সিলর নাহিদ গুলি করলে জামাল উদ্দিনের গায়ে লাগে। পুলিশ উল্টো আমার কাউন্সিলরদের খুঁজতেছে।

গুলিবিদ্ধ জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, আমাদের ২ নম্বর ওয়ার্ডের রাসেল স্কয়ারে বসে ছিলাম। এমন সময় পুলিশের একটা গাড়ি এলে আমি এক পাশে চলে যাই। তখন ২টা মোটরসাইকেলে করে কয়েকজন এসে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে এবং আমার পায়ে গুলি করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু নাছের জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে জামাল উদ্দিন গুলিবিদ্ধ। আমরা এক্সরে করতে দিয়েছি তারপর বোঝা যাবে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এটা গুলির ঘটনা নয়। জামাল উদ্দিন পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে পায়ে আঘাত পেয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।