ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রুহুল কবির রিজভীর স্ত্রী হাসপাতালে ভর্তি 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
রুহুল কবির রিজভীর স্ত্রী হাসপাতালে ভর্তি  রিজভী ও তার স্ত্রী আরজুমান আরা। ফাইল ফটো

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বাংলানিউজকে জানান, বুধবার (২৮ এপ্রিল) রিজভীর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তিনি ডাক্তার মাহবুব মনসুরের অধীনে আছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তার এনজিওগ্রাম করার কথা রয়েছে।  

উল্লেখ্য রুহুল কবির রিজভী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থ স্বামীর পাশে থেকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছিলেন আরজুমান আরা। বুধবার তিনি তার স্বামীর সঙ্গে হাসপাতালে থাকাকালে বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

এদিকে প্রায় দেড়মাস পর করোনামুক্ত হয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রুহুল কবির রিজভী। স্কয়ার হাসপাতালের আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এমএইচ/এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।