ঢাকা: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিসিউইতে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার চিকিৎসক টিমের একজন সদস্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার (৩ মে) বিকেল ৪টার দিকে ম্যাডামকে সিসিইউ ইউনিটে নেওয়া হয়েছে।
জানা যায়, গত ২৭ এপ্রিল শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি সেখানে ৭২০৩ নম্বর কেবিনে ছিলেন। তখন চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা স্ট্যাবল। করোনার কোনো উপসর্গ না থাকায় তাকে ননকোভিড জোনে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে তার শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়।
জানতে চাইলে, খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, ম্যাডামের চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তাকে জানিয়েছেন দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়েছিল, সেজন্য বিকেলে সিসিইউতে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ০৩, ২০২১
এমএইচ/এএ