ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা বিদেশ যেতে পারবেন কিনা জানা যাবে সাড়ে ৩টার পর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মে ৬, ২০২১
খালেদা বিদেশ যেতে পারবেন কিনা জানা যাবে সাড়ে ৩টার পর আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কিনা তা জানার জন্য বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

বৃহস্পতিবার (০৬ মে) আইনমন্ত্রী আনিসুল হক নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

 

তিনি বলেন, খালেদার বিদেশে যাওয়ার আবেদন বুধবার রাত সাড়ে ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। আবেদনটি সচিবালয়ে আইনমন্ত্রণালের আনুষ্ঠানিকতা শেষে আমার কাছে আসতে ৩টা থেকে সাড়ে তিনটা বাজবে। ফাইল আসার পরে আইনে কি বলে সেটা দেখেই সিদ্ধান্ত জানানো হবে। খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কিনা তখন বলতে পারব।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে দুটি শর্তে মুক্তি দেওয়া হয়েছে। ৪০১ ধারার শর্ত মেনে বিবেচনার সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ৬, ২০২১
এসই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।