ঢাকা: দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।
বুধবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের একথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনাকালে প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে রোগীদের।
বিবৃতিতে তিনি আরো বলেন, দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই বিনা চিকিৎসায় যেন একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সব অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ২৬, ২০২১
এসএমএকে/এএ