ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাগলকে জরিমানা ইউএনওর: মালিককে সহায়তার ঘোষণা রাব্বানীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ২৭, ২০২১
ছাগলকে জরিমানা ইউএনওর: মালিককে সহায়তার ঘোষণা রাব্বানীর

ঢাকা: গাছের পাতা খাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জরিমানা করা ছাগলের মালিককে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী।

বৃহস্পতিবার (২৭ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কথা জানান।

তিনি লেখেন, ‘মালিকের অনুপস্থিতিতে উপজেলা চত্বরে লাগানো ফুল গাছের পাতা খেয়ে ফেলায় বিচারিক ক্ষমতা প্রয়োগ করে ছাগলকে দুই হাজার টাকা জরিমানা করেছেন বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন। বিদ্যমান আইন অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা-জরিমানা করতে হলে অভিযুক্তকে অবশ্যই আনিত অভিযোগ স্বীকার করতে হয়, এক্ষেত্রে দুই হাজার টাকা মূল্যের ফুল গাছের পাতা চিবিয়ে খেয়েছেন, এই অভিযোগ ছাগল মহোদয়, UNO মহোদয় এর সামনে স্বীকার করেছেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে! যাইহোক, ছাগল মালিক জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে UNO আপা জরিমানা উসুল করতে ৫ হাজার টাকায় ছাগলটি বিক্রি করে দিয়েছেন!’

‘টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে জরিমানার দুই হাজার টাকা পরিশোধ করে দেওয়ার কথা জানিয়ে গোলাম রাব্বানী বলেন, ছাগলের কারণে যে কয়টি ফুলগাছ নষ্ট হয়েছে, আগামীকাল তার দ্বিগুণ ফুলগাছ উপজেলা চত্বরে লাগানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আশা করি, জরিমানার অর্থ পাওয়ামাত্রই UNO আপা যেন ছাগলটি স্ব-সম্মানে মালিক সাহেরা বেগমকে হস্তান্তর করেন এবং জরিমানার টাকা দিয়ে আরো সুন্দর সুন্দর ফুলের গাছ কিনে উপজেলা চত্বরে লাগাবেন। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।