গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে একই স্থানে আওয়ামী লীগের দু’পক্ষ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩০ মে) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলা শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, রোববার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জরুরি সভা আহ্বান করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাকারিয়া খন্দকার। এদিকে, ওই স্থান ও সময়ে পৃথক সভা আহ্বান করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব। এমতাবস্থায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবী নেওয়াজ বাংলানিউজকে জানান, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলা শহরে সব ধরনের সভা-সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, মে ৩০, ২০২১
ওএইচ/