ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউ ও তৃতীয় ঢেউয়ের আশংকার মধ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছকে বাধা গতানুগতিক বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)
বৃহস্পতিবার (৩ জুন) প্রস্তাবিত বাজেটের বিষয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক সংবাদ বিবৃতিতে এ কথা বলেন।
জাসদ নেতারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ ও তৃতীয় ঢেউয়ের আশংকার মধ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছকে বাধা গতানুগতিক।
জাসদের পক্ষ থেকে বলা হয়,বাজেটে বরাদ্দ দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরাদ্দ করা অর্থের ব্যয় ও ব্যবহারের গুণ-মান রক্ষা করে লক্ষ্য অর্জন করাই আসল কাজ। দুর্ভাগ্যের বিষয় গত বাজেটে শিল্প খাতের জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হয়নি। গত বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দের টাকা খরচ করে প্রয়োজনীয় ক্রয় ও প্রকল্প বাস্তবায়িত হয়নি। বরং স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ থেকে আংশিক যা ব্যয় হয়েছে তাতে ভয়ংকর লুটপাট-দুর্নীতির ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, জুন ৩, ২০২১
আরকেআর/এএটি