ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ আর নেই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
নওগাঁ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ আর নেই 

নওগাঁ: নওগাঁ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট সুলতান মাহমুদ চৌধুরী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৫ জুলাই) সকালে তার গ্রামের বাড়ি জেলার পত্নীতলা উপজেলার খিরশিনে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলেন ৮১ বছর।

জেলা বিএনপির সদস্য ও সুলতান মাহমুদ চৌধুরীর ভাতিজা খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে৷ একজন আইনজীবী হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে গেছেন তিনি। নওগাঁ জজ কোর্টের গর্বিত ও সফল পিপি ছিলেন। রাজনৈতিক জীবনেও ছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন এবং জনপ্রিয়। তিনি নওগাঁ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন যার হাতে সুদৃঢ় হয়েছিল আজকের এ নওগাঁ জেলার বিএনপি। মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর তার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে ওনার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।