নারায়ণগঞ্জ: গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, মালিক পক্ষকে এ অগ্নিকাণ্ডের দায়িত্ব নিতে হবে। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
সাকি বলেন, রানা প্লাজার ঘটনার পরে আমাদের জাতীয় সক্ষমতা তৈরির দরকার ছিল। শ্রমিক নিরাপত্তার ব্যবস্থার দরকার ছিল। সরকার তা করেনি।
‘ইউরোপ-আমেরিকার বায়াররা উদ্যোগ নিলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এ গার্মেন্টসের বাইরেও যে কলকারখানা আছে সেগুলোও একইভাবে নিরাপত্তাহীন। ’
তিনি বলেন, এটি এখন দায়িত্বপ্রাপ্তদের চরম অবহেলা ও দুর্নীতির জায়গা। তারা ছাড়পত্র দেন টাকার বিনিয়মে। তাদের আইনের আওতায় আনতে হবে। বিচার করতে হবে। আমরা এ ঘটনার বিচার চাই। শ্রমিক নিরাপত্তায় সরকারের সক্ষমতা চাই। প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
আরবি