ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

'আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা জোগায়'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
'আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা জোগায়'

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা জোগায়। ’ 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘ত্যাগ ও শোকের প্রতীক আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জ্বল হয়ে আছে। ইসলাম হচ্ছে শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের সুমহান আদর্শে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই। ’ 

শোকাবহ এদিনে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  

জি এম কাদের বলেন, ‘হিজরি ৬১ সালের ১০ মহররম মানব ইতিহাসের অত্যন্ত শোকাবহ একটি দিন। ঘটনাবহুল এ দিনে ঐতিহাসিক কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচরদেরসহ বিশ্বাসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এ দিনে হযরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালা প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেকের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ’

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এসএমএকে/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।