ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল ভোলার ৩ ইউনিট কমিটির অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
স্বেচ্ছাসেবক দল ভোলার ৩  ইউনিট কমিটির অনুমোদন

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশে ভোলা জেলার ৩টি ইউনিট কমিটির অনুমোদন করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ভোলা জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:

১.মনপুরা উপজেলা: আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব মো. হোসেন হাওলাদার। যুগ্ম আহ্বায়ক মো. নুরউদ্দিন তুহিন, মো. ছানাউল্যাহ নয়ন, মো. ইব্রাহিম মাতাব্বর, মো. সেলিম, মো. মোস্তাক শাহিন, মো. মাইনুল ইসলাম, মো. ইউনুছ, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন কালুসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২. চরফ্যাশন পৌর শাখা: আহ্বায়ক মো. মাহবুব মিজান বেল্লাল, সদস্য সচিব মো. মহসিন আলম। যুগ্ম আহ্বায়ক মো. মোরসেদ আলম সবুজ, মো. আওলাদ হোসেন, মেহেদী হাসান রাজীব, মো. সেলিম মাহমুদ, মো. নিয়াজ আল মাহমুদ, মো. কবির, আব্দুল্লাহ আল মারুফ, মো. মাহফুজুর রহমান মঞ্জু, মো. সাহাদাত হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩. চরফ্যাশন উপজেলা: আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, সদস্য সচিব মো. কামরুজ্জামান শাহীন। যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহীম হাওলাদার, মো. কামরুজ্জামান কামরুল, অ্যাড. মো. হারুন অর রশিদ, মো. মহিউদ্দিন, মো. মুসা কালিমুল্লাহ, মো. মাহমুদুল হাসান দুলু, ডা. মো. মাজেদ, মো. কামাল বিএসসি, মো. আল ইমরানসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।