ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রতিপক্ষকে ফাঁসাতে দলের কর্মীকে খুন, সেই চেয়ারম্যান বহিষ্কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
প্রতিপক্ষকে ফাঁসাতে দলের কর্মীকে খুন, সেই চেয়ারম্যান বহিষ্কার  গাজী জাকির হোসেন

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।  

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সুপারিশ করা হয়।  

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দলের কর্মীকে গুলি, বোমা মেরে ও কুপিয়ে হত্যার অভিযোগে গত বুধবার ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করে শরীয়তপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশের কাছে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।