ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। এ বছর বিজয়ের ৫০ তম বার্ষিকী অর্থাৎ বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মন্ত্রীসভার সদস্যদেরকে সঙ্গে নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সেখানে নেতৃবৃন্দ কিছু সময় নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক. আব্দুর রহমান. যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ডাক্তার. দীপু মনি আ ফ ম বাহাউদ্দিন নাছিম. সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন. বিএম মোজাম্মেল হক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর দলের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ৷

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসকে/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।