ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বুধবার ‘দাম কমাও-জান বাঁচাও’ দিবস পালন করবে সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বুধবার ‘দাম কমাও-জান বাঁচাও’ দিবস পালন করবে সিপিবি

ঢাকা: বুধবার (১৬ ফেব্রুয়ারি) নিত্য ব্যবহার্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে ‘দাম কমাও-জান বাঁচাও’ দিবস পালনের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তারা।

এতে বলা হয়, সিপিবির উদ্যোগে সারা দেশে পাড়া-মহল্লায় গ্রামে-গঞ্জে, হাট-বাজারে সভা-সমাবেশ-পথসভা-হাটসভা-মিছিলসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।

এরমধ্যে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে সিপিবি ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং পুরানা পল্টন মোড়ে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম।

সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম মঙ্গলবার এক বিবৃতিতে বুধবারের ‘দাম কমাও- জান বাঁচাও’ দিবস সফল করতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।