ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে

ঢাকা: দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র সমাবেশ চলছে।

রোববার (৬ মার্চ) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে পূর্ব ঘোষিত এই ছাত্র সমাবেশ শুরু হয়েছে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাদাবী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

এছাড়া উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক ছাত্রনেতা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম, সাবেক ছাত্র নেতা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক ছাত্র নেতা আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এর আগে, সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজ ছাত্রদলের ইউনিট কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সড়কে জড়ো হন। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।