ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

শাহজাদপুরে বিদ্রোহী প্রার্থীসহ ৪ আ. লীগ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মে ৩০, ২০২২
শাহজাদপুরে বিদ্রোহী প্রার্থীসহ ৪ আ. লীগ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীসহ চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু হাসেম।

বহিষ্কৃতরা হলেন- সোনাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া সজীব, সহ-সভাপতি এবং বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল আউয়াল বাবলু ও দপ্তর সম্পাদক আবু ইউছুফ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোর্তূজ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু জানান,  দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আব্দুল আউয়াল বাবলু এবং নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিন জনকে  গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন শাহজাদপুর উপজেলার ১১নং সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মে ৩০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।