ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ফুলছড়ি উপজেলা আ.লীগের বিক্ষোভ

উপজেল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ৪, ২০২২
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ফুলছড়ি উপজেলা আ.লীগের বিক্ষোভ

ফুলছড়ি (গাইবান্ধা): বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং তাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (০৪ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান বাদল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকারের সুযোগ্য কন্যা ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।

আরও বক্তব্য রাখেন, অশ্বিনী কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, মাহমুদ হাসান সুজা, শহিদুল ইসলাম, অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, অ্যাড. মাজহারুল ইসলাম সোহেল, মেহেদি বাবু, রোকোনোদৌলা রাজু, মাহাদি পলাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফারজানা রাব্বী বুবলী বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করছেন এবং ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করছেন। আগামী ২৫ তারিখে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু উদ্বোধন করবেন, সেটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি-জামায়াতের নেতারা আমাদের নেত্রী সম্পর্কে কটূক্তি করেছেন। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।