ঢাকা: বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা বহালের দাবি জানিয়েছে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।
শনিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৯১ শতাংশ মুসলমানের দেশে বোর্ড পরীক্ষা থেকে ইসলাম ধর্ম তুলে দেওয়াটা দুঃখজনক। মূল্যবোধ আলাদা বিষয়। সেটি ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়।
পরে, তারা ৪ দফা দাবী জানান। দাবিগুলো হলো—
• বোর্ড পরীক্ষায় ইসলামি শিক্ষাসহ সব ধর্মীয় শিক্ষা বিষয় বহাল করতে হবে।
• প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কারিগরিসহ সব শ্রেণি ও শাখায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
• শিক্ষা-সিলেবাস থেকে প্রত্যাখাত বিবর্তনবাদসহ ধর্মবিরোধী সব পাঠ অপসারণ করতে হবে।
• বৈদেশিক শ্রম বাজারে ব্যাপকহারে প্রবেশের জন্য শিক্ষার সব স্তরে আরবি ভাষা-শিক্ষা কোর্স চালু করতে হবে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আহসানুজ্জামান। অনুষ্ঠানে ইসলামি চিন্তাবিদ ও ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ৩০ জুলাই, ২০২২
এমকে/এসএ