ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

লুটপাট করতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: এনপিপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
লুটপাট করতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: এনপিপি

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শুধু জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।

শনিবার (০৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন তারা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নিন্দা জানিয়ে এনপিপি নেতৃবৃন্দ বলেন, দফায় দফায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন যখন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে।

এনপিপির নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন—পেট্রোল ও অকটেন আমাদের আমদানি করতে হয় না। তারপরও কেন জ্বালানি তেলের দাম বাড়ানো হলো? মূলত জনগণের টাকা লুট করতেই তারা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো, তারা জনগণের সরকার নয়। দুর্নীতি ও লুটপাট করাই তাদের মূল লক্ষ্য।

অবিলম্বে জনস্বার্থে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান এনপিপির নেতারা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।