ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা

ঢাকা: গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের ১৮৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ড. মালেক ফরাজীকে আহ্বায়ক ও আহমাদ ইসমাইল বন্ধন সদস্য সচিব মনোনীত হয়েছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নুরুল করীম শাকিলকে আর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৩৩ জনকে।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. শাহাজাহান চৌধুরীকে আর যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ৫৩ জনকে। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে ৮৫ জনকে।

সামনে নিবন্ধনকে কেন্দ্র করে দলটি দ্রুত সময়ের ভেতরে জেলা ও মহানগর কমিটিগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে ৩২টি জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেছে। যেখানে ৩০টি জেলা কমিটি ও দুটি মহানগর কমিটি রয়েছে।

দলটি নিবন্ধনের শর্তানুযায়ী ১২০টি উপজেলা কমিটি গঠনের কাজও এগিয়ে নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।