ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকার যুদ্ধাপরাধ তদন্তের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
সরকার যুদ্ধাপরাধ তদন্তের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে: জামায়াত

ঢাকা: সরকার যুদ্ধাপরাধ তদন্ত ও বিচারের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম শুক্রবার এ অভিযোগ করেন।



রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ডেমরা অঞ্চলের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, ‘জুলুম নির্যাতনের মাধ্যমে সরকার দেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে চায়। কিন্তু সময়ের ব্যবধানে সরকারের এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে। ’

আন্তর্জাতিক অপরাধ আদালত সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তিনি বলেন, ‘এটি প্রণীত হয়েছিল ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। অথচ তাদেরকে ত্রিপক্ষীয় শিমলা চুক্তির মাধ্যমে ছেড়ে দিয়ে বিচারের নামে জামায়াত নেতাদের ফাঁসানোর অপচেষ্টা চালানো হচ্ছে। ’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার যুদ্ধাপরাধ তদন্ত ও বিচারের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। ’

ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এ এইচ এম হামিদুর রহমান আযাদ এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।