ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

নতুন দলের প্রস্তুতি বিএনপির বহিষ্কৃত ও অবহেলিতদের

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
নতুন দলের প্রস্তুতি বিএনপির বহিষ্কৃত ও অবহেলিতদের

ঢাকা: নতুন দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত ও অবহেলিতরা। তাদের উৎসাহ যোগাচ্ছেন বিএনপির বর্তমান নেতৃত্বেরই একটি অংশ।

আওয়ামী লীগের কয়েকজন অবহেলিত নেতাসহ ছোট ছোট রাজনৈতিক দলের নেতাদেরও সমর্থন আছে এই উদ্যোগে। এর সঙ্গে কিছু সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী আর ব্যবসায়ীও জড়িত আছেন বলে বাংলানিউজকে জানিয়েছে একটি সুত্র।

নতুন দল গঠনে আগ্রহীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি’র শতাধিক নেতা এ নতুন সংগঠনে শরিক হচ্ছেন। আর এর পেছনে কাজ করছেন প্রয়াত মান্নান ভূঁইয়ার অনুসারিরা।   তবে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন সময়ে বিএনপি থেকে বহিষ্কৃত ও অবহেলিতরা।

নতুন দল গঠনের অন্যতম উদ্যোক্তা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘আমরা একটা কিছু করবো। চিন্তা আছে। প্রস্তুতিও চলছে। বিভিন্ন পেশা ও বিএনপির সাবেক এবং বর্তমান বেশ কয়েকজন নেতা আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে এখনই নাম ঘোষণা করতে চাইছি না। ’
 
তিনি বলেন, ‘চাটুকার, লোভী ও দুর্নীতিবাজ নিয়ে আমরা কিছু করতে চাই না। বিএনপিতে অনেক সৎ লোক ছিলেন। এখনও দু’চারজন পাওয়া যাবে যারা দেশ ও জনগণের কথা ভাবেন । ভাল লোকগুলো কোন দলেই ভাল নেই। ঐসব নেতা আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ’

বিএনপি’র দেড় শতাধিক নেতাv নতুন দলে আসার সম্ভfবনা রয়েছে উল্লেখ করে আশরাফ হোসেন  বলেন, ‘বিএনপিতে ভাল লোকের মূল্যায়ন নেই। দলের নেত্রী নিজেই চাটুকারদের প্রশ্রয় দেন। ’

নতুন দল কবে নাগাদ ঘোষণা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘সময় হলেই জানবেন। তবে এ মুহূর্তে কিছু বলা যাবে না। সমস্যা আছে। বাংলাদেশে ভাল কিছুর উদ্যোগ নিতে গেলেই ঝামেলায় পড়তে হয়। কাজ চলছে। আশা করি সফল হবো। ’

আওয়ামী লীগ ও অন্য দল থেকে নতুন দলে কে কে আসছেন জানতে চাইলে আশরাফ হোসেন বলেন, ‘সময় হলে সবই জানতে পারবেন। বেশ কিছু দলের নেতা, কবি, সাহিত্যিক ও সাংবাদিক এই উদ্যোগের সঙ্গে জড়িত। ’

নতুন দল গঠন সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান বাংলানিউজকে বলেন, ‘আমরা ভাল একটি কাজের উদ্যোগ নিয়েছি। আগে দেখি কতদূর কি করতে পারি, তারপর আপনাদের জানাবো। আমি এই মুহুর্তে এ বিষয় কিছু বলতে চাচ্ছি না। ’

বিএনপি’র এক সাবেক মন্ত্রী বাংলানিউজকে বলেন, ‘অনেক কথা আছে যা বলা যায় না। সব দলেই চাটুকারদের অবস্থা ভাল। বিএনপিতে এর সংখ্যা আরো বেশি। এসব কারণেই এই দলটির ভবিষ্যৎ আমার কছে অন্ধকার মনে হচ্ছে। ম্যাডাম (খালেদা জিয়া) মারা গেলে এ দল টুকরো টুকরো হয়ে যাবে। ’

খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়াকে মূল নেতৃত্বের দিকে ঠেলে দেওয়ার কারণেই এমন ভাঙ্গন ত্বরান্বিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অনেক সিনিয়র নেতা তারেকের নেতৃত্বে রাজনীতি করবেন না। ’

নতুন দলে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কে কোথায় থাকবে এই মুহূর্তে তা বলা মুশকিল। সময়ই বলে দেবে কোথায় যাবো, কোথায় থাকবো। ’

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।