ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশে এখন রুগ্ন রাজনীতির ধারা চলছে: ড. কামাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
দেশে এখন রুগ্ন রাজনীতির ধারা চলছে: ড. কামাল

ঢাকা: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে এখন রুগ্ন রাজনীতির ধারা চলছে। এই অবস্থা থেকে বেরিয়ে আমাদের সুস্থ রাজনীতির পথে ফিরে আসতে হবে।



তিনি আরও বলেন, সুস্থ রাজনীতির মূল শক্তি হল জনগণ। তাই জনগণকেই এ পরিবর্তনে এগিয়ে আসতে হবে।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন।

গণফোরাম সভাপতি বলেন, ‘কিছু পাওয়ার জন্য আমাদের রাজনীতি শুরু হয়নি। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করাই গণফোরামের মূল লক্ষ্য। ’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘জোট সরকারের সময় দলীয়করণের যে উদাহরণ তৈরি হয়েছিল, মহাজোট সরকারের নেতারা দেশকে সেই একই দিকেই নিয়ে যাচ্ছেন। ’

তিনি আরও বলেন, ‘হাইকোর্ট সংবিধান সংশোধন করেনি বরং সংবিধানের অবৈধ অংশ বাদ দিয়ে সংবিধানকে পবিত্র করেছে। ’

তিনি অবিলম্বে সংশোধিত সংবিধান বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

আলোচনা আরও উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আব্দুল মান্নান, আওয়ামী লীগের সাবেক নেতা মাহবুবুর রহমান মান্না, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও দলের কেন্দ্রীয় কমিটির নেতারা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।