খুলনা: রোববার হরতালে পিকেটিং করার সময় আটক দুই যুবককে নির্যাতনের ঘটনায় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ও তিন কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে তাদের ক্লোজ করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কমিশনার জানান, এ ব্যাপারে ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) আলী হায়দারকে নিয়ে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে কামরুজ্জামানের সঙ্গে বাংলানিউজের এ প্রতিবেদক যোগাযোগ করলে প্রথমে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও পরে তিনি দুই ছাত্রকে পেটানোর কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, রোববার হরতালে পিকেটিংয়ের সময় খুলনা সিটি কলেজের সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হক টিটো ও এক বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের ওপর অমানবিক নির্যাতন চালান ওসি কামরুজ্জামান।
এ খবর প্রথমে বাংলানিউজে প্রকাশিত হওয়ার পর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
খুলনা সদর থানা
অ্যাকশন, ওসি স্টাইল
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
প্রতিবেদন: মাহবুবুর রহমান / সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর; / জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।