
ঢাকা : প্রতারণার মামলায় বৈশাখী মিডিয়া লিমিটেড ও ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সকালে আসামিরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম মোঃ সাইফুর রহমান ১০ হাজার টাকা মুচলেকায় আগামী ১০ জুন পর্যন্ত এ জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত অপর দুই আসামি হচ্ছেন- বৈশাখী মিডিয়া লিমিটেডের পারিচালক ইরফান আহমেদ সানি ও সৈয়দ সাজ্জাদ হোসেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ও কাজী নজিবুল্লাহ হিরু মামলা পরিচালনা করেন। অন্যদিকে বাদীর আইনজীবী তাপস কুমার দত্ত জামিনের বিরোধীতা করেন।
গত ১৫ মে বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও বৈশাখী মিডিয়া লিমিটেডের শেয়ার হোল্ডার এমএনএইচ বুলু আদালতে আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
কোম্পানি আইনে এ মামলায় ওইদিন একই বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
আসামিরা মিথ্যা তথ্য ও জাল স্ট্যাম্প ডিউটি চালান জমা দিয়ে রেজিস্ট্রার জয়েন স্টক কোম্পানিতে রিটার্ন দাখিল করায় কোম্পানি আইনের ৩৯৭ ধারায় অপরাধ এ মামলা দায়ের করেন বুলু।
মামলার অভিযোগে বলা হয়, বাদী বৈশাখী মিডিয়া লিমিটেডের ১৬% অর্থাৎ ৬৪ হাজার শেয়ারের মালিক। শর্ত সাপেক্ষে ওই শেয়ারসমূহ হস্তান্তরের জন্য ডেসটিনির সঙ্গে বাদীর চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ডেসটিনি বাদীকে ব্যাংক ঋণ থেকে দায়মুক্ত না করায় বাদী ওই চুক্তি বাতিল করেন।
এ সংক্রান্ত বিষয়ে বাদী হাইকোর্টে কোম্পানি আইনে একটি মামলা দায়ের করলে আদালত ওই শেয়ার হস্তান্তরের বিষয়ে নিষেধাজ্ঞার আদেশ দেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, আসামিগণ পরস্পর যোগসাজসে বাদীর ৬৪ হাজার শেয়ারের জাল ডিউটি চালানের কপি রেজিষ্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিতে জমা দিয়ে বাদীর সব শেয়ার জাল জালিয়াতির মাধ্যমে ডেসটিনির নামে হস্তান্তর করে নেয়।
বাংলাদেশ সময় : ১৩১৯ ঘণ্টা, মে ১৭, ২০১২
এমআই,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]