চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন সদস্য ক্যাপ্টেন জুলফিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১২

ঢাকা: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর ক্যাপ্টেন জুলফিকার আজিজ। এ লক্ষ্যে তার চাকরি চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে নৌ-বাহিনীর ক্যাপ্টেন এম খুরশীদ মালিককে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য পদে নিয়েগের আদেশ বাতিল করা হয়েছে।   

এছাড়া বিভিন্ন পদে কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তার পদে রদবদল করা হয় হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র পৃথক আদেশ জারি করে।

জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর ক্যাপ্টেন এম আশরাফুল হক। অপরদিকে ওই পদে নিয়োজিত নৌ-বাহিনীর ক্যাপ্টেন একেএম ফারুক হাসানকে নৌ-বাহিনীতে ফেরৎ পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সেনাবাহিনীর মেজর আনোয়ারুল কবীরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (মেডিক্যাল স্টাডিজ) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

এদের মধ্যে ড. রেজাউল বাসার সিদ্দিকী ও সুলতানা আফরোজকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং খান মো. নূরুল আমিনকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এর আগে নূরুল আমিনকে শিক্ষা মন্ত্রণালয়ে পদায়নের আদেশ দেওয়া হয়েছিল। তা বাতিল করা হয়েছে।

সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছাবিহা ইয়াসমিনকে একই মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে তাকে ইউএনও নিয়োগের জন্য খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। তার ওই আদেশটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১8৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
এসএমএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


সম্পাদক : জুয়েল মাজহার

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2024 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান