চট্টগ্রাম: সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জুবায়ের আহমদ কোনো সভায় উপস্থিত থাকলে তাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্মরত ক্যাডার কর্মকর্তারা।
বুধবার ঢাকায় এক জরুরি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস ও ভ্যাট বিভাগে কর্মরত ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন।
সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে লিখিতভাবে অনুরোধও জানিয়েছে সংগঠনটি।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর জোবায়ের আহমদ গত রোববার এক সভায় মংলা কাস্টমস কমিশনার হুমায়ুন কবীরের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করেন। এর প্রতিবাদে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেয়।
আন্তঃমন্ত্রণালয়ের তদন্তের মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যে এই ঘটনার সু-বিচার ও কমডোর জোবায়ের আহমদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়েছে সভার পক্ষ থেকে।
অন্যথায় অ্যাসোসিয়েশন কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির মতে পদক্ষেপ নিতে বাধ্য থাকবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ও সংগঠনের সভাপতি ফিরোজ শাহ আলমের সভাপতিত্বে ও মহাসচিব ড. মো. শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বলা হয়, গত ২১ অক্টোবর নৌ-বাণিজ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘ডেজিগনেটেড অথরিটি ফর পোর্ট ফ্যাসিলিটিজ সিকিউরিটি’ শীর্ষক ৩৯তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় হুমায়ুন কবীর জাতীয় রাজস্ব বোর্ড প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
হুমায়ুনের অভিযোগ, সভা চলাকালিন কমডোর জোবায়ের হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠেন, “লিসেন টু মি। হাতের কাগজ পাশে রাখেন। হু আর ইউ?” জবাবে মংলা কাস্টমস কমিশনার নিজের পরিচয় দিলে কমডোর জোবায়ের বলেন, “দেখে তো অফিসারের মতো মনে হয় না। সভা থেকে বেরিয়ে যাও।”
হুমায়ুন পুনরায় নিজের পরিচয় দিলে জোবায়ের ক্ষেপে গিয়ে পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় দেখান কমডোর জোবায়ের আহমদ। এক পর্যায়ে তাকে সভা থেকে বের করে দেন।
এই ঘটনাকে কমডোর জোবায়েরের অসৌজন্যমূলক, অসদাচরণ ও অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ অভিহিত করে শাস্তি দাবি করছে সংগঠনটি।
উল্লেখ্য, এই ঘটনায় হুমায়ুন কবীর বাদি হয়ে কমডোর জোবায়ের আহমদের বিরুদ্ধে গত ২১ অক্টোবর নগরীর ডবলমুরিং থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
এছাড়া বিষয়টির সুষ্ঠু বিচার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরও একটি লিখিত অভিযোগ দিয়েছেন হুমায়ুন।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪ ২০১২
এমইউ/আরআর