আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০১৩ শুরু হয়েছে।
সোমবার সকাল ১২টা থেকে শুরু হয় পরীক্ষাপর্ব। রাজধানীর সবকটি উচ্চ বিদ্যালয়ে হয় পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা চলে বিকেল সোয়া ৩টা পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার জন্য পরীক্ষা কেন্দ্রের চারপাশে জারি করা হয় ১৪৪ ধারা।
চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৪,১৮৯ জন।
এ বছর কেন্দ্রীয় শোধনাগার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে মোট ৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে একজন নারীও রয়েছেন। পরীক্ষার্থীদের দেখতে সোমবার দুপুরে কেন্দ্রীয় শোধনাগারে যান কারামন্ত্রী মণীন্দ্র রিয়াং।
তিনি পরীক্ষার হল ঘুরে পরীক্ষার্থীদের খোঁজ খবরও নেন। তিনি জানান, ইচ্ছে থাকলেই যে কিছু করা যায় তারা আজ তারই প্রমাণ দিচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর