`সময়ের সাহসী কর্মবীর ডা.ক্যাপ্টেন আবুল কাশেম`

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৩

চট্টগ্রাম: নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের গণ-পরিষদ সদস্য ও সাবেক সাংসদ ডা.ক্যাপ্টেন আবুল কাশেম’র ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলেক্ষ মরহুমের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। মরহুমের কবরে পুষ্পঅর্পণ, কোরান খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর পাঁচলাশ থানার কাতালগঞ্জ কবরস্থান সংলগ্ন মজসিদে কোরান খতমের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্খী উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,‘ডা.ক্যাপ্টেন আবুল কাশেম ছিলেন সময়ের সাহসী কর্মবীর। তিনি সমাজের উন্নয়নে বিভিন্ন ধরণের জাক করে গেছেন।’

উল্লেখ্য, ডা.ক্যাপ্টেন আবুল কাশেম ১৯১১ সালের ১২ ডিসেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৩০ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা ও ১৯৩৪ সালে চট্টগ্রাম মেডিক্যাল স্কুল থেকে এলএমএফ ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৩৭ সালে মেডিক্যাল স্কুলে শিক্ষতার মধ্য দিয়ে শুরু হয় কর্মজীবন। এরপর বিভিন্ন দপ্তরে কাজ করে সংসদ সদস্যও হয়েছেন।

১৯৯৯ সালের ৪ এপ্রিল ৮৮ বছর বয়সে কৃত্তিমান এ পুরুষের জীবনাবসান হয়।

বাংলাদেশ সময়:১৭১০ঘণ্টা, এপ্রিল ০৪ ২০১৩
এমইউ/টিসি   

 

 

 

 


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান