
ঢাকা: দেশের বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক.কম’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সোমবার থেকে। রোববার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন অনলাইনটির সম্পাদক জিয়াউর রহমান।
অর্থনীতির সব খবর নিয়ে পাঠকের সামনে হাজির হতে তিন মাস পরীক্ষামূলক সম্প্রচারের পর আগামী সোমবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে জানান তিনি।
www.arthosuchak.com ও www.asbd.biz এই সাইট দুটিতে থাকবে অর্থনীতির সব খবর।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশেষায়িত এ অনলাইন পত্রিকায় একই সঙ্গে পুঁজিবাজার, ব্যাংক, বিমা, বিদ্যুৎ-জ্বালানি, টেলিকম-আইটি ও আবাসন খাতের গুরুত্বপূর্ণ ও বাছাই করা সংবাদকে সবার আগে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে। এ ছাড়া পণ্য বাজার, কৃষিখাত, ব্যক্তি অর্থায়ন, ভ্রমণ, অটোমোবাইল, কর্পোরেট সংবাদ, বাণিজ্য সংগঠন, উদ্যোগ ও উদ্যোক্তা, রাজনীতি, শিক্ষা, আইন-আদালত, প্রবাস, আন্তর্জাতিক ও লাইফ স্টাইলের সংবাদও সমান গুরুত্ব পাবে। বিভিন্ন বন্দরের সর্বশেষ সংবাদের পাশাপাশি দেশের অবহেলিত অঞ্চলের সম্ভাবনাময় ব্যবসা-বাণিজ্যের খবরও তুলে আনা হবে পেশাদারিত্বের মাধ্যমে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থসূচকের কনসাল্টিং এডিটর সুনীতি বিশ্বাস, চিফ রিপোর্টার মামুন হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ০২, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর