
সংসার আর পড়াশোনার পাশাপাশি অভিনেত্রী সাবরিন সাকা মীম এখন চাকরিও করছেন। সম্প্রতি তিনি এটিএন নিউজে সংবাদ উপস্থাপক পদে যোগ দেন।
মীম বলেন, ‘কাজটা আমি আনন্দের সঙ্গে করছি। পেশা হিসেবেও নিয়েছি। প্রথমদিকে একটু জড়তায় ছিলাম। এখন অবশ্য সেটি কেটে গেছে।’
মিডিয়াতে তার পথচলা শুরু বিটিভির শিশুতোষ অনুষ্ঠান ‘নতুনকুঁড়ি’ দিয়ে। পরে যোগ দেন অভিনয়ে। এখান থেকেও এখন নিজেকে সরিয়ে রেখেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই অভিনয় আমাকে টানে না। কেন টানে না- নিজেও জানি না। তবে এটা বলতে পারি, পছন্দের চরিত্র পেলে মাঝে মাঝে কাজ করবো।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। গত বছর ডিসেম্বর মাসে এই অভিনেত্রী বিয়েও করেন।
বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৩