
ঢাকা: মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ৬টা থেকে ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নির্বাচনী তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফের অবরোধ ডাকলো ১৮ দল। এর আগে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৩ সপ্তাহে ৩ দফা অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এদিকে সূত্র জানায়, এ অবরোধের সময়সীমা পরে আরো বাড়ানো হবে। মঙ্গলবার থেকেই টানা কর্মসূচি পালনের লক্ষ্যে ভেঙে ভেঙে কর্মসূচির ঘোষণা দেবে ১৮ দল। প্রথম পর্যায়ে ১৭, ১৮, ১৯ ডিসেম্বর অবরোধ চলবে। এরপর ১৯ ডিসেম্বর আবার তিনদিন বা পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হবে। এভাবে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।
সূত্রটি জানায়, অবরোধ কর্মসূচি আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য দশম জাতীয় নির্বাচন পর্যন্ত চলবে। শুধুমাত্র ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে অবরোধ থাকবে না।
এরপর ২৬ ডিসেম্বর থেকে ফের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া জানা গেছে, ১৮ দলের পক্ষ থেকে সম্ভাব্য কর্মসূচি হিসেবে ‘অসহযোগ কর্মসূচি’ও ঘোষণা করা হতে পারে। এ কর্মসূচির মাধ্যমে সরকারের সব কর্মকাণ্ড বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হবে।
ওই সূত্র জানায়, জোট দেশবাসীকে অফিস-আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বর্জনের আহ্বান জানাবে। তবে অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, সংবাদপত্র ও চিকিৎসা সংক্রান্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাক্টিং আউটপুট এডিটর