
ঢাকা: দুটো ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
এর মধ্যে বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে (সমবায় ব্যাংকসহ) ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট-২০১২’-এ প্রথম পুরস্কার দেয় ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
অপরদিকে, ‘সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স’ ক্যাটাগরিতেও প্রথম পুরস্কার পায় ব্যাংকটি।
সম্প্রতি, রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবদুল মান্নানের হাতে এ পুরস্কার তুলে দেন নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এতে অংশ নেন- বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, আইসিএবি’র সভাপতি মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, আইসিএবি’র পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস-এর রিভিউ কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খাঁন, এফসিএ এবং ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহা. শামসুল প্রমুখ।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক ২০১০ ও ২০১১ সালে বেস্ট প্রেজেন্টেড অ্যাকাউন্টস কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজারের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস (সাফা)-এর পুরস্কার লাভ করে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: মিলিতা বাড়ৈ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর