
ঈদে মিশ্র অ্যালবাম মানেই প্রিন্স মাহমুদ। তার সুর-সংগীতে অনেক মিশ্র অ্যালবামে সমৃদ্ধ হয়েছে দেশীয় সংগীতাঙ্গন। এখনও সেই ধারা অব্যাহত আছে। এবারের রোজার ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না।
তার নতুন মিশ্র অ্যালবামের নাম রাখা হয়েছে ‘২১শে পা’। রোজার ঈদ উপলক্ষে এটি বাজারে আনছে জি-সিরিজ। তবে এ অ্যালবামে কারা গাইবেন তা আরও কয়েকদিন পর জানাতে চান প্রিন্স মাহমুদ।
নতুন অ্যালবাম প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বললেন, ‘আমি বরাবরই ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি। গানের কথা ও সুরের ব্যাপারে কোনো আপস করি না কখনও। আমার প্রতি কাজেই থাকে যতেœর ছোঁয়া। আশা করছি, শ্রোতারা এবারের গানগুলোও উপভোগ করবেন।’
গত বছর প্রকাশ হয় প্রিন্স মাহমুদের সুর-সংগীতে সর্বশেষ মিশ্র অ্যালবাম ‘নিমন্ত্রণ’। এই অ্যালবামের গানগুলোও শ্রোতামহলে প্রশংসিত হয়।
বাংলাদেশ সময় : ১৪১৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪