
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: পঁচাত্তর বছর; এক শতাব্দীর তিন চতুর্থাংশ সময়। ১৯৪১ সালে জন্মের পর দেশ ভাগ, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের পর নানা গণতান্ত্রিক আন্দোলন। এমন বহমান কালের সাক্ষী ‘সাপ্তাহিক প্রতিবেশী’। এখনও চলমান দেশের কাথলিক চার্চের একমাত্র সাপ্তাহিকটির অগ্রযাত্রা।
পত্রিকাটির পঁচাত্তর বছরের প্লাটিনাম জুবিলি উপলক্ষে বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় প্রতিষ্ঠা-প্রকাশনা ও পথচলার ইতিহাস। শুভানুধ্যায়ী, পাঠক, লেখক ও পত্রিকাটির প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, মূল্যবোধ ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে ‘সাপ্তাহিক প্রতিবেশী’র নিরলস অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, বাংলাদেশের কমিউনিটি সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ‘সাপ্তাহিক প্রতিবেশী’। একটি কমিউনিটির ৭৫ বছরের উল্লেখযোগ্য ঘটনার সংবাদ ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে, যা একদিন ঐতিহাসিক মূল্য পাবে।
সাপ্তাহিক প্রতিবেশীর পাঠক সংখ্যা প্রায় সাড়ে ১০ হাজার উল্লেখ করে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের বাইরে মোট ৩২টি দেশে এর মুদ্রিত কপি যায়। এছাড়া, প্রযুক্তির কল্যাণে বর্তমানে অনলাইনেও ছাপা হচ্ছে ‘প্রতিবেশী’।
সংবাদ সম্মেলন থেকে পত্রিকাটির কবি, লেখক, সাংবাদিক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কাথলিক বিশপ সম্মিলনী সামাজিক যোগাযোগ কমিশনের সভাপতি জেভার্স রোজারিও ডিডি, পত্রিকার সম্পাদক ফাদার জয়ন্ত এস গমেজ, প্রাক্তন সম্পাদক ফাদার কমল কোড়াইয়া, সম্পাদকীয় কমিটির সদস্য লিলি গমেজ, লেখক-গবেষক সঞ্জীব দ্রং প্রমুখ।
৭৫ বছরের জুবিলি উপলক্ষে নেওয়া হয় বছরব্যাপী কর্মসূচি। আগামীকাল শুক্রবার (১ এপ্রিল) তেজগাঁও ধর্মপল্লী ও বটমলী হোম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ কর্মসূচি।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠানের প্রথম অধিবেশন। চলবে বেলা ২টা পর্যন্ত। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকার আর্চ বিশপ প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। আরও উপস্থিত থাকবেন, বাংলাদেশস্থ ভ্যাটিকানের রাষ্ট্রদূত ভ্যাটিকানের আর্চবিশপ জর্জ কোচেরিসহ অন্যান্য বিশপরা।
দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এতে প্রধান অতিথি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়াও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুলের উপস্থিত থাকার কথা রয়েছে এতে।
‘সাপ্তাহিক প্রতিবেশী’র যাত্রা শুরু হয় ১৯৪১ সালে। তৎকালীন ময়মনসিংহের (বর্তমানে নেত্রকোনা জেলা) গারো পাহাড়ের কোল ঘেঁষে প্রবাহিত সোমেশ্বরী নদীর তীরে পাহাড় চূড়ায় অবস্থিত রাণীখং সাধু যোসেফ ধর্মপল্লীর গির্জা থেকে প্রথম প্রকাশ হয় পত্রিকাটি। তখন এর নাম ছিল ‘রানীখং মিশন চিঠি’। পরে দ্বিতীয় সংখ্যা থেকেই ‘কাথোলিক মিশন পত্রিকা’ নামে প্রকাশ হতে শুরু করে পত্রিকাটি। ১৯৪৭ সালে ‘কাথোলিক মিশন পত্রিকাটির নামকরণ করা হয় ‘প্রতিবেশী’।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এমএইচপি/এইচএ/